নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় কানাইঘাট বীরদল এন.এম একাডেমীতে পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃতি,দেশাত্ববোধক গান,আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো:জার উল্লার সভাপতিত্বে এবং স্কাউট শিক্ষক শাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন,বিদ্যালয়ের শিক্ষক দিলদার আহমদ,কাজী নজরুল ইসলাম,মোঃ খসরুজ্জামান,তাহমিনা আক্তার,রুজিনা আক্তার,মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মুহিবুর রহমান,মোঃ ইলিয়াস আলী,ইউ’পি সদস্য মোঃ আইয়ুব আলী। ছাত্রছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন সততা সংঘের সভাপতি জাবির হোসেন,নাজওয়া আক্তার,মোঃ মাহবুবুল হোসেন,সামিয়া জান্নাত,মোঃ মোহসীন প্রমূখ। অনুষ্ঠান শেষে ধর্মীয় শিক্ষক কাজী নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়