কানাইঘাট নিউজ ডেস্ক: সাল্লু
ভাই তথা সালমান খান তার সাথে যুক্ত হয়েছে বাজরাঙ্গি ভাইজান উপাদি।
সালমানের না আছে শারুখের মত প্রেমিক সুলোভ অভিনয়। না আছে হৃত্বিকের মতো
নাচ। না আছে রনবীর কাপুরের মত কিউটনেস। তারপরেও এতো জনপ্রিয় কেন সালমান?
পর পর তিন দশক ধরে সাফল্যের শীর্ষে অবস্থান করছেন হিন্দি সিনেমার তারকা অভিনেতা সালমান খান। দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দেওয়া এ অভিনেতার ধারাবাহিক সাফল্যের উৎস কী- এ প্রশ্ন অনেকেরই। এ বিষয়ে এই প্রথম গণমাধ্যমে মুখ খুললেন তিনি।
সম্পতি এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে সালমান বলেছেন, সব বিষয়ে অল্প-বিস্তর জ্ঞান রাখেন তিনি আর এটিই তার সাফল্যের গোপন রহস্য!
সালমানের ভাষ্যে, “আমি জনপ্রিয় সম্ভবত এ কারণেই যে, আমি সব কিছুই অল্প-স্বল্প করতে পারি। আমি মোটামুটি নাচতে পারি, মোটামুটি অভিনয় পারি আবার একটু-আধটু অ্যাকশনও পারি!”
হিন্দুস্তান টাইম জানায়, ইতিবাচক চরিত্রে অভিনয় করাকেও সাফল্যের আরেকটি কারণ বলে মনে করেন ‘বাজরাঙ্গি ভাইজান’খ্যাত এ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সব সময় চাই আমার করা চরিত্রগুলো যেন ব্রুস লি’র মতো মহৎ হয়। যে সব চরিত্র দেখে মানুষ মুগ্ধ হবে। বলবে, বাহ! কি চমৎকার একটি চরিত্র। এমন বীরত্বপূর্ণ ও নায়কোচিত চরিত্রই আমার পছন্দ।”
শুধু ভালো চরিত্রে অভিনয় করাই নয় বরং চরিত্রের সেই মহত্বকে নিজের ভিতরে ধারণ করতেও ভালবাসেন সালমান।
তিনি বলেন, “যখন আমি এ ধরণেরে ইতিবাচক চরিত্রে অভিনয় করি তখন চেষ্টা করি সে চরিত্রের ভালো গুণগুলোকে নিজের মধ্যে আয়ত্ত্ব করতে। প্রথমে সেটা করা সহজ হয় না তবে শুটিং শেষে দেখা যায় ওই চরিত্রের প্রায় ২৫ ভাগ গুণাবলী আমি আয়ত্ত্ব করে ফেলেছি!”
এ মুহূর্তে ‘সুলতান’ এর সাফল্যে হাওয়ার ভাসছেন সালমান। নতুন খবর হলো ‘দাবাং থ্রি’-এর মাধ্যম্যে ২০১৭-তে আবারো পর্দা কাঁপাতে দেখা যাবে তাকে।
পর পর তিন দশক ধরে সাফল্যের শীর্ষে অবস্থান করছেন হিন্দি সিনেমার তারকা অভিনেতা সালমান খান। দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দেওয়া এ অভিনেতার ধারাবাহিক সাফল্যের উৎস কী- এ প্রশ্ন অনেকেরই। এ বিষয়ে এই প্রথম গণমাধ্যমে মুখ খুললেন তিনি।
সম্পতি এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে সালমান বলেছেন, সব বিষয়ে অল্প-বিস্তর জ্ঞান রাখেন তিনি আর এটিই তার সাফল্যের গোপন রহস্য!
সালমানের ভাষ্যে, “আমি জনপ্রিয় সম্ভবত এ কারণেই যে, আমি সব কিছুই অল্প-স্বল্প করতে পারি। আমি মোটামুটি নাচতে পারি, মোটামুটি অভিনয় পারি আবার একটু-আধটু অ্যাকশনও পারি!”
হিন্দুস্তান টাইম জানায়, ইতিবাচক চরিত্রে অভিনয় করাকেও সাফল্যের আরেকটি কারণ বলে মনে করেন ‘বাজরাঙ্গি ভাইজান’খ্যাত এ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সব সময় চাই আমার করা চরিত্রগুলো যেন ব্রুস লি’র মতো মহৎ হয়। যে সব চরিত্র দেখে মানুষ মুগ্ধ হবে। বলবে, বাহ! কি চমৎকার একটি চরিত্র। এমন বীরত্বপূর্ণ ও নায়কোচিত চরিত্রই আমার পছন্দ।”
শুধু ভালো চরিত্রে অভিনয় করাই নয় বরং চরিত্রের সেই মহত্বকে নিজের ভিতরে ধারণ করতেও ভালবাসেন সালমান।
তিনি বলেন, “যখন আমি এ ধরণেরে ইতিবাচক চরিত্রে অভিনয় করি তখন চেষ্টা করি সে চরিত্রের ভালো গুণগুলোকে নিজের মধ্যে আয়ত্ত্ব করতে। প্রথমে সেটা করা সহজ হয় না তবে শুটিং শেষে দেখা যায় ওই চরিত্রের প্রায় ২৫ ভাগ গুণাবলী আমি আয়ত্ত্ব করে ফেলেছি!”
এ মুহূর্তে ‘সুলতান’ এর সাফল্যে হাওয়ার ভাসছেন সালমান। নতুন খবর হলো ‘দাবাং থ্রি’-এর মাধ্যম্যে ২০১৭-তে আবারো পর্দা কাঁপাতে দেখা যাবে তাকে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়