Friday, August 26

জিয়াই জঙ্গিবাদের বীজ রোপন করে গেছেন: তোফায়েল


কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান জঙ্গিদের বীজ রোপন করে গেছেন। তিনি বলেন, ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা, ২৪ জানুয়ারি চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর মঞ্চের পাশে ৭৬ কেজি বোমা পুঁতে রাখাসহ বেশ কিছু ঘটনা ঘটিয়েছে জঙ্গিবাদীরা। শুক্রবার মানিকগঞ্জের সিংগাইরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক ও জঙ্গিবিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি গুলশানে পাঁচ জঙ্গির মৃত্যু, শোলাকিয়ায় ঈদের জামাতে সন্ত্রাসী হামলার চেষ্টা ও কল্যাণপুরে ৯ জঙ্গি নিহত হলেও তাদের বাবা, মা নিজেদের সন্তানের পরিচয় দেয়নি। কিন্তু বিএনপির নেতারা বলেন, নিহত হওয়া সবাই নাকি জঙ্গি না। নিহতদের বাপ-মা তাদের সন্তানের পরিচয় দিতে যায় না, অথচ বিএনপি তাদের জন্য দরদী।’ তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন ধর্মভিত্তিক রাজনীতি নয়। অথচ জিয়াউর রহমান ক্ষমতায় এসে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেন।’ -----ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়