Friday, August 26

স্বকীয়তা রক্ষা করে কওমি সনদের স্বীকৃতি দাবি


কানাইঘাট নিউজ ডেস্ক: ইসলামের আলোকে শিক্ষানীতি সংশোধন ও অনতিবিলম্বে কওমি শিক্ষাসনদের স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছেন কওমি শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম। বুধবার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়ায় আলেমদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শিক্ষানীতি ২০১০ ও জাতীয় শিক্ষা আইন ২০১৬ (খসড়া) এর সব অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা অসঙ্গতিপূর্ণ শিক্ষানীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এ বিষয়ে সবাইকে আন্দোলনের মাধ্যমে সব অসঙ্গতি দূর করতে সরকারকে বাধ্য করতে হবে। বিদ্যমান পাঠ্যপুস্তকে অসঙ্গতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যৎ আদর্শ মানুষ গঠনে পাঠক্রমের এসব অসঙ্গতি দূর করা জরুরি। সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। ‘স্বীকৃতি আর শিক্ষানীতি এক জিনিস নয়’ দাবি করে মুফতি আবুল কাসেম বলেন, ‘আমরা শিক্ষাসনদের মান নিতে চাই। শতভাগ স্বকীয়তা বজায় রেখেই সনদের স্বীকৃতি চাই। এ স্বীকৃতির বিরুদ্ধে কথা বলা মানে দেশের ১৫ লাখ এই শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা।’ এই ‘রঙ্গরস’ থেকে ফিরে এসে সনদের স্বীকৃতির জন্য একটু ভাবতে ও জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জাতিগত স্বার্থবিরোধী কথা না বলার আহ্বান জানিয়ে মুফতি আবুল কাসেম বলেন, ‘স্বাধীনতার পর এই চার যুগেও কওমী শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। স্বীকৃতির অভাবের কারণে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা।’ সভায় এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আবদুর রহীম, মুফতি আবদুল কাইউম খান, মাওলানা আইয়ুব আনসারী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা যাকারিয়া নোমান ফয়জী, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলিম ফরিদী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা ওয়ালিউল্লাহ মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়