Monday, August 8

‘জঙ্গিবাদ থেকে না ফিরলে ঠাঁই হবে আঞ্জুমানে’


ঢাকা: তরুণদের জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা জঙ্গিবাদ থেকে না ফিরবে তাদের ঠাঁই হবে আঞ্জুমানে মফিদুল ইসলাম। তাদের লাশ মা-বাবাও নিতে আসবে না বলে স্মরণ করিয়ে দেন মন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রলীগকে জোরালো ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। গুলশান জঙ্গি হামলাকে যারা রক্তাক্ত অভ্যুত্থান বলে তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে জানিয়ে নাসিম বলেন, ‘নির্ঘুম রাত জেগে গুলশান হামলার পরদিন শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। কাউকে দোষারোপ করলেন না। অথচ পরের দিন খালেদা সংবাদ সম্মেলন করে বললেন রক্তাক্ত অভ্যুত্থান হয়ে গেছে। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে বললেন। এর দ্বারাই বোঝা যায় জঙ্গিবাদের সাথে নির্বাচনের সম্পর্ক আছে। এদের সাথে ঐক্য হতে পারে না।’ বাংলাদেশে একাত্তর-পঁচাত্তরের শক্তিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন নাসিম। জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, ‘ভারতের মুম্বাই হামলায় উদ্ধারে ৭২ ঘণ্টা লেগেছিল, বেলজিয়াম, ইউরোপ, তুরস্কে জঙ্গি মোকাবেলা করতে দিনের পর দিন লেগেছে। অথচ আমাদের নেত্রী তত্ত্বাবধায়নে মাত্র কয়েক ঘণ্টারর মধ্যেই ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।’ বেগম মুজিবের স্মৃতিচারণ করে নাসিম বলেন, ‘বেগম ফজিলাতুন্নেছা যেভাবে বঙ্গবন্ধুকে সাহস অনুপ্রেরণা জুগিয়েছেন ইতিহাস তা চিরদিন মনে রাখবে। বঙ্গবন্ধুর পাশে থেকে তিনি ছায়া হয়ে তাকে সাহস জুগিয়েছেন। তারুণ্যের প্রতীক শেখ কামাল। তিনি আজ বেঁচে থাকলে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতেন।’ শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নাসিম বলেন, ‘শেখ হাসিনাকে ঘিরে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওরা আন্দোলন হত্যা করে বিদেশিদের কাছে শেখ হাসিনাকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া।’ এসময় যেকোনো আঘাত মোকাবেলায় তিনি ছাত্রলীগকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। এস.এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও গবেষক আব্দুল মান্নান, ওবায়দুল মুক্তাদির এমপিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়