Friday, August 26

ইতালিতে জরুরি অবস্থা জারি

ইতালিতে জরুরি অবস্থা জারি

কানাইঘাট নিউজ ডেস্ক: বুধবার ইতালিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৫০ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬৫ জন। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।

এদিকে ভূমিকম্পে ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। এখন ঠিক কতজনকে জীবিত উদ্ধার করা যাবে, তা নিয়ে শঙ্কা আছে। প্রায় পাঁচ হাজার উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছে। তবে পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়