নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ৫২৪২ তম আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করছেন। গত বৃহস্পতিবার উপজেলা জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় মঙ্গল ধরনীর মাধ্যমে শ্রী কৃষ্ণের সহস্র স্লোক মন্ত্রমালা পাঠ করা হয়। সকাল ১০টায় পৌরসভাস্থ শ্রী উষারঞ্জন দেব মহাশয়ের বাড়ী হইতে শ্রী কৃষ্ণের চিত্রবিগ্রহ সহ নগর পরিক্রমার শোভা যাত্রা করেন স্থানীয় গৌর ভক্তবৃন্দ। দুপুর ১২টায় উষা রঞ্জব দেব মহাশয়ের বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সনাতন যুব সংঘের সভাপতি বিধান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি দুর্গা কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী হরিপদ শর্মা, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রশিল্পী বানু লাল দাস, কানাইঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস। এছাড়া উপস্থিত ছিলেন, শ্যামল দাস, রঞ্জন, বিধান দাস, সুজন দাস, বিল্পপ কান্তি অপু, রিপন, নেহার বর্ধন, প্রতাপ চন্দ্র, দয়াময় দাস, লিটন দাস প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়