Wednesday, August 10

হজ-ওমরায় খরচ কমবে


কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরব তার ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন নীতিমালায় হজ ও ওমরাহ্ ভিসায় কোনো ফি লাগবে না। সৌদি সরকার এই প্রথম হজ এবং ওমরাহ্ ভিসায় ফি না দেয়ার সিদ্ধান্ত নিল। সোমবার সৌদি আরবের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২ অক্টোবর থেকে নতুন এ আইন কার্যকর হবে। খবর আরব নিউজের। নতুন ভিসা নীতিতে প্রথমবার হজ বা ওমরাহ্ করতে সৌদি আরবে যারা যাবেন তাদের কোনো ফি দিতে হবে না। তবে দ্বিতীয়ার যেতে চাইলে তাকে দুই হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ৪০ হাজার টাকা) ফি দিতে হবে। বিদেশি নাগরিকদের মাল্টিপল এক্সিট রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রথম ছয় মাসের জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য দিতে হবে আট হাজার রিয়াল। এদিকে কোনো বিদেশি দুই মাসের জন্য সৌদি আরব ত্যাগ করলে ২০০ রিয়াল ফি দিতে হবে। তবে আকামার মেয়াদ পর্যন্ত সৌদি আরবের বাইরে থাকলে তাকে প্রতিমাসে দিতে হবে অতিরিক্ত ১০০ রিয়াল। এই বিষয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি বলেছেন, নতুন ভিসা নীতির প্রতি সমর্থন জানাচ্ছি। সৌদি সরকারের এই উদার নীতিকে স্বাগত জানাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়