Sunday, August 21

তুরস্কে হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৫০

তুরস্কে হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৫০

কানাইঘাট নিউজ ডেস্ক: তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপে শনিবার গভীর রাতে এ বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।

সিরিয়ার সীমান্ত সংলগ্ন প্রদেশটির সাহিনবে জেলার এ বোমা হামলাটি আইএস চালিয়েছে বলে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ জানিয়েছেন।

বিয়ের সময় সবাই রাস্তায় নাচ-গান করার সময় আত্মঘাতী এই হামলাটি চালানো হয়। এটি আইএস চালিয়েছে বলে ধারণা করা হলেও দলটির পক্ষ থেকে এখন দায় স্বীকার করা হয়নি।

গত ১৫ জুলাই দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর প্রথমবারের মতো এ বোমা হামলার ঘটনা ঘটলো।

গাজিয়ানতেপের গভর্নর আলি ইয়েরলিকায়া এক বিবৃতিতে বলেছেন, বিয়ের অনুষ্ঠানে ন্যাক্কারজনক বোমা হামলায় ৫০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে।

তিনি বলেন, ‘যারা এ হামলা পরিচালনা করেছে এবং হামলা চালিয়েছে সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি আমরা নিন্দা জানাই।’ দোষীদের বিচারের আওতায় আনা বলেও জানান তিনি।

সাহিনবে জেলার যে স্থানটিতে হামলা চালানো হয়েছে সেখানকার অধিকাংশ বাসিন্দাই কুর্দি। আর বিয়ের অনুষ্ঠানের অধিকাংশ অতিথিই ছিলেন কুর্দি। তাই হামলাকারী হিসেবে আইএসের দিকেই সন্দেহের মাত্রাটা বেশি। সিরিয়ার সীমান্ত পাশ্ববর্তী প্রদেশ গাজিয়ানতেপে আইএসের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়