Tuesday, August 16

গোলাপগঞ্জে শিয়ালের কামড়ে আহত ২০


কানাইঘাট নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে শিয়ালের কামড়ে শিশু ও মহিলাসহ ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র বারকোট-ধারাবহর এলাকায় গত সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত রাস্তায় চলাচলকারী পথচারীদেরকে শিয়াল কামড়ে আহত করে। আহতদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়াল বা কুকুড়ের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণের না থাকায় চিকিৎসা কার্যক্রমে অনেকটা ব্যাঘাত ঘটছে। সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর পাশাপাশি শত শত লোক ভিড় করতে দেখা যায়। শিয়াল একটি না একাধিক তা নিশ্চিত হওয়া যায়নি। শিয়ালের কামড়ে আহতরা সঠিক তথ্য জানা পারেননি। গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন আয়শা বেগম (৪৫), কনাল আহমদ (৩৫), ইছা বেগম (২০), সৌরভ আহমদ (১৪), সুবেল আহমদ (১০), শাকেরা বেগম (১৯), তানিয়া বেগম (৫)। এছাড়া রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবহর এলাকার কবির উদ্দিনের পুত্র ফাহমিদ আহমদ (৫), কুতুব আলী কন্যা সুমি বেগম (১২), সুলেমান আহমদের পুত্র রুম্মান আহমদ (৫), হেলাল আহমদের পুত্র ইমন আহমদ (১০), জাহাঙ্গীর আলমের স্ত্রী বেদেনা বেগম (২৫), আব্দুল মালিকের পুত্র আবুল কালাম (২০), মৃত মখলিছুর রহমানের পুত্র মুহিবুর রহমান(৪০), তৈয়ন আলীর স্ত্রী ছায়া বেগম (৫৫), আমিন আলীর পুত্র আখমন আলী (৪০), মৃত জহির আলীর পুত্র প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস (৩৫) চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন না থাকায় বাইরের থেকে ক্রয় করেছে রোগীর স্বজনরা। প্রত্যেককে ৫টি করে ইনজেকশন দেয়া হবে, যার মূল্য ৩ হাজার ২শত টাকা। এদিকে শিয়ালের আক্রমন ঠেকাতে ৩ গ্রামের লোকজন পাহারা দিচ্ছেন। শিয়ালের কাড়মের আগত হওয়ার ঘটনায় ধারাবহর, রণকেলী, বারকোট, ঢাকাদক্ষিণসহ আশপাশের গ্রাম গুলোতে আতংকের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়