Sunday, August 28

কানাইঘাটে একখন্ড বিরোধপূর্ণ ভূমি নিয়ে এলাকায় আবারো উত্তেজনার সৃষ্টি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের ৫নং বড়চতুল ইউপির বড়চতুল গ্রামে বিরোধপূর্ণ একখন্ড জমি নিয়ে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভূমি খন্ডটি মালিকানা নিয়ে বড়চতুল ইউপির লখাইরগ্রামের আজিজুল হকের পুত্র আলিম উদ্দিন গং ও বড়চতুল গ্রামের মৃত তেরামনি রায়ের পুত্র জিতেন্দ্র রায় গংদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আলিম উদ্দিন গংরা বিরোধ পূর্ণ ৩৫ শতক জমি দলিল মূলে নিজেদের দাবী করে থাকে। অপরদিকে জিতেন্দ্র রায় গংরা ভূমি খন্ডটি তাদের মালিকানা দাবী করে আসছে। রবিবার সকাল ৭টার দিকে আলিম গংরা ভূমি খন্ডটি বাঁশের বেড়া দিয়ে পৃথক করতে চাইলে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে আলিম উদ্দিন গং ও জিতেন্দ্র গংরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আলিম উদ্দিন গংদের হামলায় ১০জন নারী শিশু আহত হয়েছেন বলে জিতেন্দ্র রায় জানিয়েছেন। আলিম উদ্দিন জানিয়েছেন জিতেন্দ্র রায়ের বাড়ীর মহিলাদের হামলায় তাদের ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে জিতেন্দ্র রায়ের পরিবারের ৫ মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি খন্ডটির দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিতেন্দ্র রায় বাদী হয়ে আলিম উদ্দিন সহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় রবিবার অভিযোগ দায়ের করেছেন। আলিম উদ্দিন গংদের দাবী জমি খন্ডটি দলিল মূলে তাহারা মালিক এবং তাদের দখলে রয়েছে, মামলার রায়ও তাদের পক্ষে। জিতেন্দ্র রায় জানান, আলিম উদ্দিন গংরা তাদের বসত বাড়ী থেকে উচ্ছেদ করতে রোববার অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়ীর নারী শিশুদেরকে আহত করেছে। এই ব্যাপারে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি বলেন, আমি উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এক খন্ড জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মৃদু হাতাহাতি হয়, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়