কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রশ্ন : একজন বিধবা মহিলা কোনো মাহরাম ছাড়া কি হজে যেতে পারবেন? যেমন তাঁর কোনো নিকটাত্মীয়ের সঙ্গে যেতে পারবেন কি?
উত্তর : হজে যাওয়ার মাহরাম যদি না থাকে, তাহলে তিনি যাবেন না। কারণ, তাঁর সফরটুকু যদি হারাম হয়, তাহলে হজ করে কোনো লাভ হবে না। যদি তাঁর মাহরাম থাকে, তাহলে তিনি হজে যাবেন। আর যদি তাঁর মাহরাম না থাকে, তাহলে হজে যাওয়ার কোনো দরকার নেই।
আমরা অনেকেই মনে করে থাকি, এটা খুব হালকা বিষয়, আসলে কিন্তু হালকা বিষয় নয়। কারণ হচ্ছে, মাহরাম ছাড়া গেলে যদি সেখানে তাঁর কোনো সমস্যা তৈরি হয়, সেগুলো কে দেখবে? তিনি সেখানে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন। সেখানে অনেক ধরনের প্রয়োজন হয়।
এটি একদিনের সফর নয়। প্রায় এক মাস, ৪০ বা ৪৫ দিনের সফর। সে জন্য এটাকে তুচ্ছজ্ঞান করা, খামখেয়ালি মনে করা ঠিক না; বরং এটি হারাম কাজ। আর যেহেতু আল্লাহর নবী (সা.) নিষেধ করেছেন, তাহলে কেন তিনি নবী (সা.)-এর নির্দেশনা লঙ্ঘন করে হজে যাওয়ার জন্য চেষ্টা করবেন।
মূলত মাহরাম হলো হজের শর্ত। শর্তপূরণ না হলে তো হজ তাঁর ওপর ওয়াজিবই হয়নি।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়