কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকের
উত্তরাঞ্চলীয় শহর মসুলের কাছাকাছি একটি শহরে প্রায় ৭০ হাজার বেসামরিক
নাগরিক আটকা পড়েছেন বলে শনিবার দেশটির কতৃপক্ষ জানিয়েছে।
মসুল থেকে ৭০ কি.মি দূরে আল কোয়ারা শহরটি ২০১৪ সালে আইএস দখলে নেয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।
কতৃপক্ষ জানায়, জেহাদী গ্রুপ বেসামরিক নাগরিকদের পালাতে দিচ্ছে না। ইরাকি বাহিনী শহরটি আইএস মুক্ত করার অভিযান চালালে জঙ্গিরা এসব নাগরিককে ‘মানব ঢাল’ হিসেব ব্যবহার করছে।
ইরাকি সেনারা জানান, আমরা প্রায় ৭০০ উপজাতী যোদ্ধার সহযোগিতায় আইএস ঘাঁটিতে আক্রমণ চালাতে প্রস্তুত। এরইমধ্যে আমরা শহরটির বেশিরভাগ অংশ মুক্ত করতে সক্ষম হয়েছি।
এদিকে আইএস বিমান হামলা ঠেকাতে তেল দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করেছে। বিষাক্ত ধোঁয়ায় ওই শহরের ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও কতৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, মসুলসহ এর আশেপাশের শহরগুলো ২০১৪ সাল থেকে আইএসের দখলে রয়েছে।
মসুল থেকে ৭০ কি.মি দূরে আল কোয়ারা শহরটি ২০১৪ সালে আইএস দখলে নেয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।
কতৃপক্ষ জানায়, জেহাদী গ্রুপ বেসামরিক নাগরিকদের পালাতে দিচ্ছে না। ইরাকি বাহিনী শহরটি আইএস মুক্ত করার অভিযান চালালে জঙ্গিরা এসব নাগরিককে ‘মানব ঢাল’ হিসেব ব্যবহার করছে।
ইরাকি সেনারা জানান, আমরা প্রায় ৭০০ উপজাতী যোদ্ধার সহযোগিতায় আইএস ঘাঁটিতে আক্রমণ চালাতে প্রস্তুত। এরইমধ্যে আমরা শহরটির বেশিরভাগ অংশ মুক্ত করতে সক্ষম হয়েছি।
এদিকে আইএস বিমান হামলা ঠেকাতে তেল দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করেছে। বিষাক্ত ধোঁয়ায় ওই শহরের ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও কতৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, মসুলসহ এর আশেপাশের শহরগুলো ২০১৪ সাল থেকে আইএসের দখলে রয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়