কানাইঘাট নিউজ ডেস্ক: ২৪
আগস্টের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর শুক্রবার আবারও কেঁপে উঠেছে ইতালি।
রিখটার স্কেলে এ আফটারশকের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এক প্রতিবেদনে এ খবর
জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে সর্বশেষ এ
আফটারশকে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও সুনামি
সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ আফটারশকের খবর নিশ্চিত করেছে।
এদিকে গত ২৪ আগস্ট ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দুইদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসছে। এরপরও জীবিত উদ্ধারকে প্রাধান্য দিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইতালির কর্তৃপক্ষের বরাত দিয়ে এখন পর্যন্ত ভূমিকম্পে ২৬৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন ৩৬৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্বাসনের জন্য ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় ২৪ আগস্ট বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির বিভিন্ন শহর। ভূমিকম্পের পর থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ৫ হাজার উদ্ধারকারী অভিযানে অংশ নিয়েছেন। তবে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর এখনও ইতালিতে থেমে থেমে আফটার শক অনুভূত হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পে ইতালির পার্বত্য এলাকা আমাত্রিস, আকুমোলি ও পেসকারা দেল ট্রন্টো এলাকা সবচেয়ে ক্ষত্রিগ্রস্ত হয়েছে। কেবল আমাত্রিস থেকেই এখন পর্যন্ত ২০০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শহরটির বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার হচ্ছে।
ধ্বংসস্তূপে মানুষ কিংবা পশুপাখি সবার প্রাণকে প্রাধান্য দিয়েই উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার আধা ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে একটি কুকুরকে জীবিত উদ্ধার করতে পেরে আনন্দিত হয়ে পড়েন তারা।
ভূমিকম্পে ইতালির আমাত্রিস শহরটি কার্যত ধ্বংসস্তূপের শহরে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের রোমের উত্তর-পূর্বের শহর আমাত্রিসের মেয়র সার্জিও পেরোজ্জি জানান, সেখানকার অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ আফটারশকের খবর নিশ্চিত করেছে।
এদিকে গত ২৪ আগস্ট ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দুইদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসছে। এরপরও জীবিত উদ্ধারকে প্রাধান্য দিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইতালির কর্তৃপক্ষের বরাত দিয়ে এখন পর্যন্ত ভূমিকম্পে ২৬৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন ৩৬৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্বাসনের জন্য ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় ২৪ আগস্ট বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির বিভিন্ন শহর। ভূমিকম্পের পর থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ৫ হাজার উদ্ধারকারী অভিযানে অংশ নিয়েছেন। তবে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর এখনও ইতালিতে থেমে থেমে আফটার শক অনুভূত হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পে ইতালির পার্বত্য এলাকা আমাত্রিস, আকুমোলি ও পেসকারা দেল ট্রন্টো এলাকা সবচেয়ে ক্ষত্রিগ্রস্ত হয়েছে। কেবল আমাত্রিস থেকেই এখন পর্যন্ত ২০০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শহরটির বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার হচ্ছে।
ধ্বংসস্তূপে মানুষ কিংবা পশুপাখি সবার প্রাণকে প্রাধান্য দিয়েই উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার আধা ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে একটি কুকুরকে জীবিত উদ্ধার করতে পেরে আনন্দিত হয়ে পড়েন তারা।
ভূমিকম্পে ইতালির আমাত্রিস শহরটি কার্যত ধ্বংসস্তূপের শহরে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের রোমের উত্তর-পূর্বের শহর আমাত্রিসের মেয়র সার্জিও পেরোজ্জি জানান, সেখানকার অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়