Monday, August 22

পুলিশের কোলে চড়ে বন্যাদুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি গিয়েছিলেন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে। সেখানে পায়ের গোড়ালি সমান পানিতেও নামানো যায়নি তাকে। অগত্যা কি আর করা! দুজন পুলিশ সদস্য তাঁকে পাঁজাকোলা করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে। টুইটারে অনেকেই মুখ্যমন্ত্রীর প্রকাশিত ছবি নিয়ে হাসি-তামাশা, রাগ-ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভারতের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানকার বড় একটি অংশে বন্যা দেখা দিয়েছে। শুধুমাত্র মধ্য প্রদেশে বন্যায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বিহারে ১৫ হাজারের বেশি অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার এই মৌসুমে ভারতে প্রায়ই বন্যা দেখা দেয়। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের মতো অন্যান্য প্রদেশের মুখ্যমন্ত্রীরা বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা পর্যালোচনা করতে পরিদর্শনে গিয়েছেন। তা নিয়েও সমালোচনা হয়েছে। চৌহানের অফিস থেকে জানানো হয়েছে, পানিতে হাঁটার সময় মুখ্যমন্ত্রী পায়ে আঘাত পান।পরে পুলিশ সদস্যরা তাকে পাঁজাকোলে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই বিবৃতি টুইট করার পরও সমালোচনা থেকে মানুষকে বিরত রাখা যায়নি। তারা মুখ্যমন্ত্রীর এই ছবিটিকে ‘খেচর জরিপ’ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের একটি ছবি এবং চৌহানের ছবি পাশাপাশি পোস্ট করে আদিত্য নামে একজন টুইটারে লিখেছেন, ‘শিবরাজ সিং, চৌহান জী, আমি জানি আপনি ডেভিড ক্যামেরন থেকে আট বছরের বড়। কিন্তু এভাবে পরিদর্শনের চেয়ে আরও ভালো কিছু করতে পারতেন।’ সূত্র: বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়