Sunday, August 28

বিয়ের পরও অপরিচিত পাওলি-ইন্দ্রনীল


কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্দ্রনীল সেনগুপ্তের দোষে কাছের মানুষ হারিয়েছেন পাওলি দাম। এর শাস্তি পেতে হবে ইন্দ্রনীলকে। পাওলিকে বিয়ে করাই হলো তার সাজা। বিয়ে হলেও দূরত্ব রয়েই গেল। বাস্তব নয়, টালিউডের এক কাহিনিচিত্রে এভাবে রূপদান করেছেন কলকাতার এ দুই তারকা। ছবির শেষে কী কাছাকাছি আসবেন তারা? তা ভারতের সিনেমাপ্রেমীরা জানতে পারবে ২ সেপ্টেম্বর শুক্রবার। কারণ স্বরূপ ঘোষ পরিচালিত ‘তবু অপরিচিত’ নামের এই ছায়াছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে এই তারিখে। তবে ইন্দ্রনীল-পাওলি রসায়ন যে দিনকে দিন জমছে, তা হলফ করে বলা যায়। কারণ বছর দুয়েকের মধ্যে অন্তত ছয়-সাতটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়