Tuesday, August 23

১২ বছর পর ঘুম ভেঙেছে বিএনপির: নাসিম

১২ বছর পর ঘুম ভেঙেছে বিএনপির: নাসিম

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার ১২ বছর পর বিএনপির ঘুম ভেঙেছে।

'২১ আগস্টের গ্রেনেড হামলা ন্যাক্কারজনক ঘটনা' আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফজরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার তিনি এ মন্তব্য করেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে ১২ বছর পর তাদের ঘুম ভেঙেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং খুনিদের বিচারের বিষয়ে ৪২ বছরেও তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি জাতি। আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান বেনিফেশিয়ারি হলো বিএনপি।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন, পবিত্র ধর্ম ইসলাম শান্তির ধর্ম। অথচ এই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে বিপদগামী করা হয়েছে। তাদের আশ্বাস দেয়া হয়েছে- বেহেশতের হুর-পরী পাওয়ার। কোনো সভ্য দেশে এটা কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। এসব বিপদগামীদের ফিরিয়ে আনতে হবে।

এসময় খালেদা জিয়া সন্ত্রাস-জঙ্গিবাদে মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়