জকিগঞ্জ সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১ আগস্ট নিখোঁজ হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কলেজ ছাত্রী রুবিনা আক্তার (২০) জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার ৭ নং বারঠাকুর ইউনিয়নের উত্তরকুল গ্রামের মোকারম আলীর মেয়ে।
এদিকে, নিখোঁজের ঘটনায় জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সকাল ১০টার দিকে রুবিনা আক্তার কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রুবিনার স্বজনরা। তারা বলছেন, নিখোঁজ হওয়ার ৬ দিন হয়ে গেলেও রুবিনার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়