Wednesday, August 10

রুসেফের বিরুদ্ধে ব্রাজিলের সিনেটে ভোট

রুসেফের বিরুদ্ধে ব্রাজিলের সিনেটে ভোট
কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাজিলের সিনেটে বুধবার দেশটির বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসিত করার লক্ষে ভোটাভুটি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি স্থায়ীভাবে বরখাস্ত হতে পারেন।

ভোটে রুসেফকে অভিসংশনের পক্ষে ৫৯টি ও বিপক্ষে ২১টি ভোট পড়ে।

গত ১২ মে সিনেট ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফকে আর্থিক কেলেংকারির দায়ে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

তবে ৬৮ বছর বয়সী রুসেফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অভিশংসন করার পেছনে রাজনৈতিক শত্রুদের হাত রয়েছে।

রুসেফকে অভিশংসিত করার বিচার প্রক্রিয়াটি চলমান অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের চারদিন পর ২৫ আগস্ট শুরু হবে। চলবে পাঁচ দিন ধরে। রায় দেয়ার মধ্যদিয়ে প্রক্রিয়াটি শেষ হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়