Friday, August 12

মিনি চিড়িয়াখানা হবে সিলেটে


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একটি মিনি চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তার এ পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন। সিলেট নগরীতে উন্মুক্ত স্থানের অভাবের কথা স্বীকার করেন সিলেট-১ আসনের এই সাংসদ। মিনি চিড়িয়াখানা স্থাপিত হলে তা হবে সিলেট নগরীর ফুসফুস বলেও জানান তিনি। বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সিলেটে একটি মিনি চিড়িয়াখানা স্থাপন করা যায়। এই শহরের ফুসফুস নেই, উন্মুক্ত স্থান নেই। এ বছরের শেষের দিকে সিলেটের মধ্যস্থলে জেলের যে ৪৬ একর ভূমি পাওয়া যাবে, এ ব্যাপারে পরিকল্পনা নিয়ে সেখানে সিলেটের দর্শণীয় ফুসফুস তৈরী করা হবে। তিনি আরো জানান, জেলের ভেতরে দুটো ও বাইরে একটি পুকুর রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়