Friday, August 19

শার্জিল-ওয়াসিমের নতুন রেকর্ড

শার্জিল-ওয়াসিমের নতুন রেকর্ড

কানাইঘাট নিউজ ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ের নতুন রেকর্ড গড়েছে পাকিস্তান। শুধু বড় জয়ই নয় এই ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছেন খেলোয়াড়রাও।

১. ৮৫ বলে ১৫০ পূর্ণ করেছেন শার্জিল খান। ওয়ানডেতে এটি তৃতীয় দ্রুততম ১৫০। গত বছর বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্স মাত্র ৬৪ বলে ১৫০ করেছিলেন। ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে ৮৩ বলে ১৫০ পূর্ণ করেন শেন ওয়াটসন।

২. বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিম রেকর্ডে পেরিয়ে গেলেন কিংবদন্তি ওয়াসিম আকরামকে। ইমাদের ১৪ রানে নেওয়া ৫ উইকেট এখন পাকিস্তানের বাঁহাতি বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড। আগে সেটি ছিল আকরামের। ২৩ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন ইমাদ। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন আকরাম।

৩. এই ম্যাচে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন উমর গুল। আগের চার ম্যাচে ২২২ রান দিয়ে একটিও উইকেট না পাওয়া গুলের ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল। ১৬ মাস পর ওয়ানডে দলে ফেরা গুল ৫ ওভারে ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

৪.. ওয়ানডেতে শার্জিলের ১৫২ রানের চেয়ে বড় ইনিংস আছে আর দুজন পাকিস্তানির। সাঈদ আনোয়ারের সেই বিখ্যাত ১৯৪ আর ইমরান নাজিরের ১৬০।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়