কানাইঘাট নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ রপ্ত করেছে ছোট্ট শিশু আহমেদ শেহজাদ যিয়ান। ঐতিহাসিক সেই ভাষণ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনাতে চায় সে।
ভাষণ মুখস্ত করার পর থেকে প্রতিদিনই সে তার মায়ের কাছে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার বায়না ধরে।
যিয়ান বাংলানিউজটোয়েন্টিফোর.কমের লক্ষ্মীপুরের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও আফরোজ জাহান নিরু দম্পতির ছেলে।
.
তিন বছর আট মাস বয়সে শুনে শুনে মাত্র ২০ দিনে যিয়ান বঙ্গবন্ধুর ভাষণ সম্পূর্ণ মুখস্ত করেছে। বর্তমানে তার বয়স চার বছর দুই মাস।
যিয়ানের মা নিরু বলেন, সাজ্জাদ ও আমার আগ্রহে মোবাইল ফোনের রেকোর্ডিং শুনে শুনে বঙ্গবন্ধুর ভাষণ রপ্ত করেছে যিয়ান। প্রতিদিন যিয়ান ভাষণ শুনে ঘুমায়। ভাষণ ছাড়াও যিয়ান কোরআনের কিছু আয়াত মুখস্ত বলতে পারে।
তার বায়না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভাষণ শোনাবে।
.
যিয়ান বলে, টেলিভিশনে প্রধানমন্ত্রীকে দেখি, বাস্তবে দেখি না। আমি শেখ হাসিনাকে দেখবো, ভাষণ শোনাবো।
ভিডিও লিংক:
https://web.facebook.com/sazzadnera/videos/1403299559686441/
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়