কানাইঘাট নিউজ ডেস্ক:
গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে মৌসুমের প্রথম ম্যাচেই
হারিয়ে দিয়েছে হাল সিটি। কেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হাল সিটি ২-১
গোলে হারায় গতবারের চ্যাম্পিয়নকে।
ম্যাচের শুরুতেই লেস্টারের জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ বেশকিছু সুযোগ নষ্ট করে। অন্যদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার থেকে ডেভিসের হেড দুর্দান্তভাবে বাঁচালেও ফিরতি বলে ডিয়ামন্ডের বাইসাইকেল শটে দর্শনীয় গোলে ১-০ এগিয়ে যায় হাল সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক বিতর্কিত পেনাল্টিতে সমতায় ফেরে লেস্টার। গ্রেকে করা ফাউলটা ডিবক্সের বাইরে হলেও পেনাল্টি পায় ফক্সরা।
এর মিনিট দশেক পরে ৫৭ মিনিটের মাথায় আবারো লিড নেয় হাল সিটি। স্নডগ্রাসের নিখুঁত হাফভলিতে এগিয়ে যায় টাইগাররা। বাকিটা সময় লেস্টার চেষ্টা করে গেলেও আর গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ শেষ হয়। এই ম্যাচে দু'দলই দুটি করে হলুদ কার্ড দেখে।
ম্যাচের শুরুতেই লেস্টারের জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ বেশকিছু সুযোগ নষ্ট করে। অন্যদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার থেকে ডেভিসের হেড দুর্দান্তভাবে বাঁচালেও ফিরতি বলে ডিয়ামন্ডের বাইসাইকেল শটে দর্শনীয় গোলে ১-০ এগিয়ে যায় হাল সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক বিতর্কিত পেনাল্টিতে সমতায় ফেরে লেস্টার। গ্রেকে করা ফাউলটা ডিবক্সের বাইরে হলেও পেনাল্টি পায় ফক্সরা।
এর মিনিট দশেক পরে ৫৭ মিনিটের মাথায় আবারো লিড নেয় হাল সিটি। স্নডগ্রাসের নিখুঁত হাফভলিতে এগিয়ে যায় টাইগাররা। বাকিটা সময় লেস্টার চেষ্টা করে গেলেও আর গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ শেষ হয়। এই ম্যাচে দু'দলই দুটি করে হলুদ কার্ড দেখে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়