Sunday, August 21

২১ আগস্ট একটি কলঙ্কজনক ঘটনা: ফখরুল


কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `বাংলাদেশের রাজনীতিতে ২১ আগস্ট একটি কলঙ্কজনক ঘটনা। এটি একটি বর্বর হত্যাকাণ্ড। ওই দিনের গ্রেনেড হামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী নিহত হন।’ ২১ আগস্টের ওই হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশও করেন মির্জা ফখরুল। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের সপ্তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা আয়োজন করে বাংলাদেশ ন্যাপ। এতে সভাপতিত্ব করেন ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি। এক যুগ আগে ২০০৪ সালের এই দিন বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান অন্তত ২২ জন নেতাকর্মী। আহত হন আরও শতাধিক। শেখ হাসিনা সেই গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন শ্রবণজনিত সমস্যায় ভুগতে হয় তাকে। হামলার পর বিএনপির নেতারা তখন বলেছিলেন, এই হামলা আওয়ামী লীগের সাজানো নাটক। শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড এনে এই হামলার নাটক সাজিয়েছেন বলেও সংসদে বক্তব্য রেখেছিলেন দলটির সংসদ সদস্যরা। শুধু তাই নয় গ্রেনেড হামলার ঘটনাটি ভিন্নখাতে নেয়ার জন্য তৎকালীন জোট সরকার জজ মিয়ার নাটকও সাজিয়েছিল বলে অভিযোগ আছে। গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপি সরকারের মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি সাক্ষাৎ গ্রহণ প্রায় শেষ পর্যায়ে আছে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার থাকলে এই রামপাল বিদ্যুৎকেন্দ্র হতো না। কারণ যেখানে সুন্দরবণ ধ্বংস হয়ে যাবে সেই বিদ্যুৎ দিয়ে আমরা কি করবো।’ তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরচারী ভূমিকায়। জঙ্গিবাদ নয় এদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে দমন করা।’ জাতীয় ঐক্যে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা কোনো নির্বাচনের জন্য ঐক্য গড়ে তোলা নয়, এটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলনের ডাক। আর এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। হঠাৎ আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতিদ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে। আর হচ্ছে আওয়ামী লীগ সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।’ বাংলা‌দেশ ন্যা‌পের চেয়ারম্যান জে‌বেল রহমান গানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপ‌তি শ‌ফিউল আলম প্রধান, কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরা‌হিম বীর প্রতীক,জাতীয় পা‌র্টির মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার,এন‌ডি‌পির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা,বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ। (ঢাকাটাইমস/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়