Wednesday, August 17

‘পিঙ্ক’-এর প্রথম গানে অন্যরকম অমিতাভ বচ্চন

‘পিঙ্ক’-এর প্রথম গানে অন্যরকম অমিতাভ বচ্চন (ভিডিও)

কানাইঘাট নিউজ ডেস্ক: মুক্তি পেলো অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘পিঙ্ক’ এর প্রথম গান। অমিতাভ বচ্ছন বলে কথা ছবির গানতো হিট হবেই। না শুধু অমিতাভ বচ্ছন এর জন্য নয় অন্য কারনেও এই গানটি মুক্তির প্রথম দিনেই সাড়া ফেলে দিয়েছে।

১৬ আগস্ট মুক্তি পাওয়া গানটিকে ১ দিনেই ৩৪৫,৬১৩ বার দেখা হয়ে গেছে ইউটিউবে।

এই ছবির মুল গল্প তিনটি মেয়ের জীবনকে কেন্দ্র করে এগিয়ে গেছে । গানটিতে উঠে এসেছে তাদের জীবন সংগ্রাম, তাদের সদ্য যৌবনে পা দেওয়া উচ্ছ্বলতা। একসাথে উপভোগ করছে দারুন সময়। মাঝপথে বাধা হয়ে দাড়ায় সমস্যা। তিন বন্ধুর একজন ধর্ষনের শিকার হন। এভাবেই এগিয়ে চলে গল্পের কাহেনী।

গানটিতে অমিতাভ বচ্ছনকে দেখা যায় একেবারে অন্নরকম একটি চরিত্রে। কালো মুখোশ পরিহীত অবস্থায় কয়েকবার দেখা যায় অমিতাভ বচ্ছনকে গানটির ভিতর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়