Tuesday, August 16

ইরাকে আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যা করলো আইএস

ইরাকে আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যা করলো আইএস

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকে আবারো ছয় ব্যক্তিকে হত্যা করেছে আইএস। মসুল নগরীতে আলকাতরার ব্যারেলের ভেতর ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে তাদের হত্যা করেছে এই জঙ্গি সংগঠন। আল শোরায় আইএস এর একটি সদর দফতরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরাকি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস খবরটি নিশ্চিত করেছে।

সিরিয়ার মানবিজে নিয়ন্ত্রণ হারিয়ে আইএস যখন পিছু হটছে সেসময়ই ইরাকে এ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো।
 
ইরাকের মসুল ও নিনভেহ থেকে আইএসকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে নিনভেহ অপারেশন্স কমান্ড। এ নিনভেহ কমান্ডকে সহায়তার জন্যই ওই ছয়জনকে দোষী সাব্যস্ত করে আইএস। পরে এ ছয় ব্যক্তিকে আল কাতরার ব্যারেলে ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে।

মসুলে বসবাসরত অন্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দিয়ে প্রকাশ্যেই তাদের পোড়ানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়