Friday, August 12

জঙ্গিবিরোধী আইন জোরদার করার পক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী আইন জোরদার করার পক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সামাজিক মাধ্যম ব্যবহার করে শক্তিশালী হয়ে উঠছে এবং নতুন হুমকি সৃষ্টি করছে জঙ্গিরা।সে কারণে জঙ্গিবিরোধী আইন জোরদার করতে হবে। শুক্রবার গোয়েন্দা সংস্থাগুলোর এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজনাথ সিং বলেন, জঙ্গিদের শাস্তি নিশ্চিত করতে হলে ‘বেআইনি কর্মকাণ্ড (দমন) আইন এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) আইন’ জোরদার করতে হবে।

সামাজিক মাধ্যমে জঙ্গিদের প্রচারণা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম, সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং ইত্যাদি বিশেষ সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা গোপন অভিযানের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছি, গোয়েন্দা তথ্য ও প্রমাণের ভিত্তিতে জঙ্গিবাদের পুরো বিষয়টি মোকাবেলা করা হবে।’

তিনি আরও বলেন, সরকার প্রয়োজনে বিদ্যমান ফৌজদারি আইন পুনর্বিবেচনা করে গোয়েন্দা তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। গোয়েন্দা সংস্থাগুলো যে সকল চ্যলেঞ্জের মুখোমুখি হচ্ছে সে সবের সমাধানে এই সম্মেলনটি কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সূত্র: দ্য হিন্দু

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়