Friday, August 19

বাড্ডার স্কুল থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ১৮

বাড্ডার স্কুল থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ১৮

কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডার একটি স্কুল থেকে সন্দেহভাজন ১৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার সকালে ডিআইটি প্রজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে ওই ১৮ জনকে আটক করে বাড্ডা থানার পুলিশ।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বৃহস্পতিবার গভীর রাতে বাড্ডা ডিআইটি প্রোজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে তাদের আটক করা হয়।

এম এ জলিল আরো বলেন, স্কুলটিতে তারা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে।

দশম জাতীয় নির্বাচন এবং যুদ্ধাপরাধের বিচার ঘিরে সারা দেশে নাশকতার বিভিন্ন ঘটনায় বহু মামলা রয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জঙ্গি কর্মকাণ্ডে গ্রেপ্তার ও পুলিশের তালিকায় নাম আসা অনেকে অতীতে শিবিরের সঙ্গে ছিলেন বলেও তথ্য এসেছে সাম্প্রতিক সময়ে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়