Saturday, August 13

সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক: পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী বলেছেন, পারস্পরিক প্রতিযোগিতা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যোগ্যতা বাড়ায়। ব্যাংকিং খাতে বিদ্যমান প্রতিযোগিতার পরিবেশ গ্রাহকসেবার মান উন্নত করে। এই প্রতিযোগীতাময় পরিবেশে পূবালী ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে গ্রাহক সেবায় আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই সফলতা আসবে। আব্দুল হালিম চৌধুরী শনিবার পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সম্মেলন শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ ও ক্রেস্ট তুলে দেন। সিলেট স্টেশন ক্লাবের কনফারেন্স হলে ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন উক্ত অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর ও সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলম। উপস্থিত ব্যাংকের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশ নেয়া শাখা ব্যবস্থাপকদের কাছ থেকে স্ব স্ব শাখার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ব্যবসায়ীক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন। এ প্রসঙ্গে আব্দুল হালিম চৌধুরী বলেন, মনে রাখতে হবে গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। তাই তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমাদের কাজ করতে হবে। লক্ষ্য স্থির রেখে কাজ করলে কোন অর্জনই অসাধ্য থাকবে না। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিলেট প্র্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার জাকিয়া সুলতানা। সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় একই স্থানে ব্যাংকের সিলেট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ ও ক্রেস্ট তোলে দেন আব্দুল হালিম চৌধুরী। এসময় তিনি বলেন, সফলতা অর্জনের জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে ভাল পড়ালখার পাশাপাশি ভাল মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন। দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়