Wednesday, August 17

দুই পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক করলেন আগুয়েরো

দুই পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক করলেন আগুয়েরো

কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বাছাইপর্বের প্লে-অফের প্রথম পর্বে স্তুয়া বুখারেস্তকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
 
শুরুটা করেন ডেভিড সিলভা। ১৩তম মিনিটেই দলকে লিড এনে দেন এই স্প্যানিয়ার্ড। ২১তম মিনিটের মধ্যে দুটি পেনাল্টি পেয়েছিল সিটি। তবে তা থেকে দুইবারই গোল করতে ব্যর্থ হন আগুয়েরো। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের নেওয়া প্রথম পেনাল্টিটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বুখারেস্তের গোলরক্ষক। আর দ্বিতীয়টি বাইরে মারেন আগুয়েরো।

৪১তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন আগুয়েরো। ৪৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন নলিতো। ৭৮তম মিনিটে নলিতোর পাস থেকেই বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো। এর ১১ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। খেলা শেষ হয় ৫-০তে।
 
ম্যাচ শেষে আগুয়েরোকে প্রশংসায় ভাসান সিটির নতুন কোচ গুয়ার্দিওলা।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আগামী বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলবে সিটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়