কানাইঘাট নিউজ ডেস্ক:
বুধবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড পাঁচ ওয়ানডে সিরিজ। আসন্ন
পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে নো-বলের
নতুন নিয়ম। নতুন নিয়মে ওভার-স্টেপিংয়ে এবার থেকে সিদ্ধান্ত জানাবে থার্ড
আম্পায়ার।
আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও ম্যাচ-রেফারি) আদ্রিয়ান গ্রিফিথ জানান, পরীক্ষামূলকভাবে এটা শুরু করা হচ্ছে। আশা করি, এ নিয়মে সাফল্য পাওয়া যাবে।
আদ্রিয়ান গ্রিফিথ আরো জানান, বোলার ওভার স্টেপিং করার সঙ্গে সঙ্গে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ফিল্ড আম্পায়ারের হাতে পেজার কেঁপে উঠবে। এই টেকনোলজির ব্যবহারের সিদ্ধান্তে আরো স্বচ্ছতা আসবে বলে জানান তিনি।
আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও ম্যাচ-রেফারি) আদ্রিয়ান গ্রিফিথ জানান, পরীক্ষামূলকভাবে এটা শুরু করা হচ্ছে। আশা করি, এ নিয়মে সাফল্য পাওয়া যাবে।
আদ্রিয়ান গ্রিফিথ আরো জানান, বোলার ওভার স্টেপিং করার সঙ্গে সঙ্গে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ফিল্ড আম্পায়ারের হাতে পেজার কেঁপে উঠবে। এই টেকনোলজির ব্যবহারের সিদ্ধান্তে আরো স্বচ্ছতা আসবে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়