নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে গত শুক্রবার রাতে পুলিশ ব্লক রেইড অভিযান দিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেউড দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সুজ্ঞান চাকমা, সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসনাত, জকিগঞ্জ সার্কেলের এএসপি জ্যোর্তীময় তালুকদার ও কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জি.আর মামলার ৫ জন, সাজাপ্রাপ্ত ১জন, মাদক দ্রব্য মামলায় ৩জন, জোয়া আইনের মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ২ জন, ১৫১ ফৌঃকাঃবিঃ আইনে ২ জনকে গ্রেফতার করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়