কানাইঘাট নিউজ ডেস্ক:
টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল সিঙ্গাপুরের প্রজাতন্ত্র
দিবসের র্যালির অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন দেশটির
প্রধানমন্ত্রী লি সিন লুং। এ সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি।
রবিবার ওই অনুষ্ঠানের আগে প্রায় দুই ঘণ্টা টানা বক্তব্য রাখেন ৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। কিছুটা সুস্থ হয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর আবারো মঞ্চে ফিরে আসেন তিনি। নিজের বক্তব্যের বাকি অংশ শেষ করেন তিনি।
জানা যায়, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাই তার অসুস্থার কারণ। তবে তার হৃদযন্ত্র সুস্থ রয়েছে। কোনো ধরনের স্ট্রোকের ঘটনা ঘটেনি।
পিপল`স অ্যাকশান পার্টি নামক দলের হয়ে লি সিন ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় রয়েছেন। দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।
রবিবার ওই অনুষ্ঠানের আগে প্রায় দুই ঘণ্টা টানা বক্তব্য রাখেন ৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। কিছুটা সুস্থ হয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর আবারো মঞ্চে ফিরে আসেন তিনি। নিজের বক্তব্যের বাকি অংশ শেষ করেন তিনি।
জানা যায়, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাই তার অসুস্থার কারণ। তবে তার হৃদযন্ত্র সুস্থ রয়েছে। কোনো ধরনের স্ট্রোকের ঘটনা ঘটেনি।
পিপল`স অ্যাকশান পার্টি নামক দলের হয়ে লি সিন ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় রয়েছেন। দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়