Wednesday, August 10

ভারতকে চীন সাগর নিয়ে হুঁশিয়ারি দিল চীন

ভারতকে চীন সাগর নিয়ে হুঁশিয়ারি দিল চীন

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতকে লক্ষ্য করে নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে অযথা ভারতকে নাক গলাতে নিষেধ করেছে চীন। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই।

তার আগে চীনা সরকারি সংবাদপত্রে এই ভাবেই হুঁশিয়ারি দিল ভারতকে। যা নিয়ে নতুন করে চাপ বেড়েছে চীন এবং ভারতের সম্পর্কের উপর।

চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ একটি নিবন্ধে লেখা হয়েছে, ‘ভারত যদি চায় চীনে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলির রফতানি শুল্ক কম থাকুক, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হোক, তা হলে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ভারত সফরের সময় দিল্লি এটা বোঝানোর চেষ্টা করুক যে, দক্ষিণ চীন সাগর নিয়ে অযথা নাক গলানো তারা বন্ধ করবে।

ভারত যদি মনে করে, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপরে বেইজিং শুল্ক হ্রাস করলে তার রফতানি বাণিজ্য বাড়বে, তা হলে যে ইস্যুতে দিল্লির নাক না গলালেও চলে, সে ব্যাপারে দিল্লি আরো সতর্ক হোক। যাতে এই গুরুত্বপূর্ণ সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ না হয়ে যায়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়