কানাইঘাট নিউজ ডেস্ক: শুরু
হয়ে গেছে ইমতিয়াজ় আলির পরবর্তী ছবির শুটিং। শুটিং চলছে প্রাগে। ছবিটিতে
অভিনয় করছেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। সোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে
শুটিংয়ের বেশ কয়েকটা ছবি।
ছবির নাম দা রিং। এটি একটি রোম্যান্টির থ্রিলার। ইমতিয়াজ আলির পরিচালনায় কোনও ছবিতে প্রথমবার অভিনয় করছেন শাহরুখ। ছবিতে একজন টুরিস্ট গাইডের ভূমিকায় দেখা যাবে কিং খানকে।
শুটিংয়ের ফাঁকে প্রাগের মিউজিয়ামের একটি ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন শাহরুখ। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "Pretty in Prague"।
এছাড়া শুটিং সেটের বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন শাহরুখের একজন ফ্যান। একটি ভিডিওতে ব্যাগ কাঁধে নিয়ে উঁচু একটি প্রাচীরের ওপর উঠে লাল রঙের ফ্ল্যাগ নাড়াচ্ছেন শাহরুখ।
ছবিগুলিতে প্রকাশ পেয়েছে শাহরুখের ফাস্ট লুকও। যেখানে নীল শার্টের ওপর লাল রঙের টাই পরতে দেখা গেছে তাঁকে। শুটিংয়ের ফাঁকে ইমতিয়াজ় আলির থেকে ছবির দৃশ্য সঠিকভাবে বুঝে নিচ্ছেন শাহরুখ।
ছবিতে এক গুজরাটির ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। এই নিয়ে তৃতীয়বার শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। এর আগে রব নে বনাদি জোড়ি এবং জব তক হ্যায় জান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
ছবির নাম দা রিং। এটি একটি রোম্যান্টির থ্রিলার। ইমতিয়াজ আলির পরিচালনায় কোনও ছবিতে প্রথমবার অভিনয় করছেন শাহরুখ। ছবিতে একজন টুরিস্ট গাইডের ভূমিকায় দেখা যাবে কিং খানকে।
শুটিংয়ের ফাঁকে প্রাগের মিউজিয়ামের একটি ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন শাহরুখ। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "Pretty in Prague"।
এছাড়া শুটিং সেটের বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন শাহরুখের একজন ফ্যান। একটি ভিডিওতে ব্যাগ কাঁধে নিয়ে উঁচু একটি প্রাচীরের ওপর উঠে লাল রঙের ফ্ল্যাগ নাড়াচ্ছেন শাহরুখ।
ছবিগুলিতে প্রকাশ পেয়েছে শাহরুখের ফাস্ট লুকও। যেখানে নীল শার্টের ওপর লাল রঙের টাই পরতে দেখা গেছে তাঁকে। শুটিংয়ের ফাঁকে ইমতিয়াজ় আলির থেকে ছবির দৃশ্য সঠিকভাবে বুঝে নিচ্ছেন শাহরুখ।
ছবিতে এক গুজরাটির ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। এই নিয়ে তৃতীয়বার শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। এর আগে রব নে বনাদি জোড়ি এবং জব তক হ্যায় জান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়