কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রিয়াংকা চোপড়া ১০০ কোটি রুপি দিয়ে বাংলো কিনলেন, যা দাঁড়িয়ে আছে সমুদ্রের
দিকে মুখ করে। মুম্বাইয়ের ভারসোভায় এই ‘দরিয়া মহল’ বাংলোর বয়স ৮৪ বছর।
তৈরি করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি ক্লদ বাটলি।
কিন্তু কেন এতো রুপি খরচ করে কিনলেন এই পুরাতন বাড়িটি? হ্যা, আর সেটা হলো প্রিয়াংকা বাবার খুব ইচ্ছে ছিল, সমুদ্রমুখী বাড়িতে থাকবেন। চেষ্টা করেও সে ইচ্ছে পূর্ণ করতে পারেননি তারকা মেয়ে। অবশেষে বাবার মৃত্যুর পরেই বাস্তবায়িত হলো তাদের সেই সাধ।
মালিক ছিলেন বস্ত্র ব্যবসায়ী মানেকলাল চুনিলাল চিনানি। ইদানীং বাংলোটি নানা সিনেমায় ভাড়া দেয়া হত। শুটিং করেছিলেন প্রিয়াংকা চোপড়া নিজেও।
তখনই তার মনে ধরে গিয়েছিল গথিক স্থাপত্যে তৈরি ১৫টি বেডরুমের বাংলোটি। কিন্তু বাংলোটি কেনার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। হৃতিক রোশনসহ অনেক তারকাই চেয়েছিলেন কিনতে। কিন্তু সবাইকে পিছনে ফেলে শিকে ছেঁড়ে প্রিয়াংকা চোপড়ার ভাগ্যেই।
মুম্বাইয়ে লোখন্ডওয়ালায় ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন প্রিয়াংকা। এছাড়াও কানাডার মন্ট্রিলে একটি প্রাসাদোপম বাড়ি আছে ‘কাশী বাই’য়ের।
কিন্তু তারপরেও শুধু একটাই আক্ষেপ‚ বাবা চলে গেলেন ক্যান্সারে। তাকে দেখানো হল না সমুদ্র ঘেঁষা নতুন বাড়িটি।
কিন্তু কেন এতো রুপি খরচ করে কিনলেন এই পুরাতন বাড়িটি? হ্যা, আর সেটা হলো প্রিয়াংকা বাবার খুব ইচ্ছে ছিল, সমুদ্রমুখী বাড়িতে থাকবেন। চেষ্টা করেও সে ইচ্ছে পূর্ণ করতে পারেননি তারকা মেয়ে। অবশেষে বাবার মৃত্যুর পরেই বাস্তবায়িত হলো তাদের সেই সাধ।
মালিক ছিলেন বস্ত্র ব্যবসায়ী মানেকলাল চুনিলাল চিনানি। ইদানীং বাংলোটি নানা সিনেমায় ভাড়া দেয়া হত। শুটিং করেছিলেন প্রিয়াংকা চোপড়া নিজেও।
তখনই তার মনে ধরে গিয়েছিল গথিক স্থাপত্যে তৈরি ১৫টি বেডরুমের বাংলোটি। কিন্তু বাংলোটি কেনার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। হৃতিক রোশনসহ অনেক তারকাই চেয়েছিলেন কিনতে। কিন্তু সবাইকে পিছনে ফেলে শিকে ছেঁড়ে প্রিয়াংকা চোপড়ার ভাগ্যেই।
মুম্বাইয়ে লোখন্ডওয়ালায় ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন প্রিয়াংকা। এছাড়াও কানাডার মন্ট্রিলে একটি প্রাসাদোপম বাড়ি আছে ‘কাশী বাই’য়ের।
কিন্তু তারপরেও শুধু একটাই আক্ষেপ‚ বাবা চলে গেলেন ক্যান্সারে। তাকে দেখানো হল না সমুদ্র ঘেঁষা নতুন বাড়িটি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়