Tuesday, August 23

ক্লিনটন ফাউন্ডেশন দুর্নীতিগ্রস্ত: ট্রাম্প

ক্লিনটন ফাউন্ডেশন দুর্নীতিগ্রস্ত: ট্রাম্প

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতিষ্ঠিত দাতব্য ফাউন্ডেশনকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এই দাতব্য  প্রতিষ্ঠানটি বন্ধ করার দাবি জানান।

সোমবার ওহাইওর আক্রোনে এক সমাবেশে ট্রাম্প বলেন, হিলারির ব্যক্তিগত ই-মেইল চালাচালির ঘটনায় অর্থ ও আনুকূল্যের বিষয় জড়িত। তাকে বিশেষ ছাড় দেয়া হয়েছে। তাই অবিলম্বে একজন বিশেষ প্রসিকিউটর দিয়ে এ তদন্ত করা প্রয়োজন।

এর আগেও এক বিবৃতিতে ট্রাম্প ক্লিনটন ফাউন্ডেশনকে ‘রাজনীতির ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে’ উল্লেখ করেন।
বিল ক্লিনটন প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এখন পর্যন্ত এর তহবিল দাঁড়িয়েছে ২শ’ কোটি ডলার।

ট্রাম্প বলেন, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই ফাউন্ডেশনে এমন অনেক দেশ থেকে অর্থ এসেছে যেখানে নারী, সমকামী ও প্রত্যেকে বঞ্চনার শিকার।

ট্রাম্প আরো বলেন, আমি বোঝাতে চাচ্ছি, এই অর্থ ফেরত দিতে হবে। তারা এই অর্থ নিতে পারে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়