নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ইউ'পি চেয়ারম্যান এসোসিয়েশন সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদকে সভাপতি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকাকে সিনিয়র সহ-সভাপতি, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদকে সহ-সভাপতি, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদকে সাধারণ-সম্পাদক, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলীকে দপ্তর ও কোষাধ্যক্ষ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশকে সদস্য করে সর্ব সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন সমিতির নতুন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীকে। কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা উপজেলা চেয়ারম্যান সমিতির কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। সভায় উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের উর্ধ্বে উঠে কানাইঘাটের আর্তসামাজিক উন্নয়নে একসাথে কাজ করতে হবে। সভায় বিগত পরিষদের হিসাব নিকাশ তুলে ধরে বক্তব্য রাখেন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সভাপতি মস্তাক আহমদ পলাশ। এদিকে কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়