Thursday, August 25

ভারতে জঙ্গি সন্দেহে কানাইঘাটের যুবক আটক


নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে জঙ্গি সন্দেহে ৫ বাংলাদেশিকে আটক করেছে সেখানকার পুলিশ। মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গত রাতে জকিগঞ্জের এক নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দিনে পরিচয় মিলেছে আরেকজনের। তিনি কানাইঘাটের ৪ নম্বর সাতবাক ইউনিয়নের মৃত মাওলানা আবদুল জলিলের পুত্র শাহিদ আহমদ। কানাইঘাট পয়েন্টে স্টার পয়েন্ট নামের একটি পোশাকের দোকান রয়েছে শাহিদের। তিনি ৯/১০ আগে ভারত যান। তার ভারত যাওয়া নিয়ে স্থানীয়রা বলছেন তিনি দোকানের মালামাল ক্রয়ের উদ্দেশ্যে গিয়েছেন। আবার কেউ কেউ বলছেন তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ভারত গিয়েছেন। তার দু’জন ভাই সৌদিতে বসবাসরত আছেন। তবে শাহিদের এলাকার মানুষরা জঙ্গি সংশ্লিষ্টতার ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য বলতে পারেননি। এদিকে ভারতীয় পুলিশের হাতে আটক সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারশি গ্রামের মুছব্বির আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও অপর আরেক জকিগঞ্জি যুবক রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ছবি দেখে আনারশি গ্রামের লোকজন দেলোয়ারের আটক হওয়ার ব্যাপারে নিশ্চিত হন। স্থানীয় লোকজন জানান- দেলোয়ার হোসেনের জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে তাদের কিছু জানা নেই। তাদের ধারণা, ব্যবসায়িক কাজে অথবা ভারত হয়ে অন্যদেশে পাড়ি দিতে দেলোয়ার ভারতে যেতে পারেন। করিমগঞ্জের পুলিশ সুপার পিআর কার সেদেশের গণমাধ্যমকে জানান, আটক সন্দেহভাজনদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গতিবিধি সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছি’। পিআর কার আরও বলেন, ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটি থেকে একটি বিশেষ দল আসাম যাবে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৪ আগস্ট পাঁচ সন্দেহভাজন জঙ্গি মেঘালয়া সীমান্ত পাড়ি দেয়। পরে তারা ভারতের কালীগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। করিমগঞ্জ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ৫ জন আটকের খবরটি প্রকাশ করেছে।

শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়