নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি অসুস্থ বাবুল আহমদকে কানাইঘাট উপজেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্তিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন এবং ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতিতে অসুস্থ সংবাদকর্মী বাবুল আহমদের হাতে চিকিৎসার জন্য নগদ ১০,০০০/- টাকার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়