কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলীর ওয়াসা পানির ট্যাংকের সামনে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে র্যাব জানিয়েছে।
জাহাঙ্গীর হোসেন বলেন, ওয়াসার ট্যাংকের সামনে ওই খোলা জায়গা মাদক কেনাবেচার জন্য ব্যবহার করে মাদক কারবারিরা। কিছুদিন আগেও সেখান থেকে পুলিশ অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।
ভোরের দিকে র্যাবের একটি টহল দল ওই স্থানে গেলে সেখানে বস্থানরত ৬-৭ জন মাদক বিক্রেতা গুলি ছুড়তে শুরু করে। র্যাব পাল্টা গুলি করলে একজনের গায়ে লাগে, বাকিরা পালিয়ে যায়, বলেও তিনি জানান।
গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে র্যাব অধিনায়ক জানান।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা ও ১৪টি প্যাথোডিন নামক নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে রাখা হয়েছে।
শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলীর ওয়াসা পানির ট্যাংকের সামনে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে র্যাব জানিয়েছে।
জাহাঙ্গীর হোসেন বলেন, ওয়াসার ট্যাংকের সামনে ওই খোলা জায়গা মাদক কেনাবেচার জন্য ব্যবহার করে মাদক কারবারিরা। কিছুদিন আগেও সেখান থেকে পুলিশ অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।
ভোরের দিকে র্যাবের একটি টহল দল ওই স্থানে গেলে সেখানে বস্থানরত ৬-৭ জন মাদক বিক্রেতা গুলি ছুড়তে শুরু করে। র্যাব পাল্টা গুলি করলে একজনের গায়ে লাগে, বাকিরা পালিয়ে যায়, বলেও তিনি জানান।
গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে র্যাব অধিনায়ক জানান।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা ও ১৪টি প্যাথোডিন নামক নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে রাখা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়