Saturday, August 20

নাজমা রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সভাপতি তাঁর শোকবর্তায় বলেন, মরহুমা নাজমা রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মানবহিতকর বহুমাত্রিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর সামরিক শাসনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদী ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন সময়ে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারাভোগ করেছেন, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ এক অনন্য সাধারণ রাজনৈতিক গুণের অধিকারিনীকে হারালো। তিনি সারাজীবন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করেন। তিনি একজন অসাধারণ বাগ্মী ও দক্ষ সংগঠক ছিলেন।’ বিবৃতিতে তিনি মরহুমা অধ্যাপিকা নাজমা রহমান-এর পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপিকা নাজমা রহমান গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোয়ানা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মরহুমা মরদেহ মার্কিন যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়