Saturday, August 6

শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয়


কানাইঘাট নিউজ ডেস্ক: যারা এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটি টেস্ট জিতেছিল, সেই তারা টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল। দ্বিতীয় টেস্টে গলে লঙ্কানদের জয় এসেছে বিশাল ব্যবধানে, ২২৯ রানে। তাও মাত্র তিনদিনে! প্রথম টেস্টের জয় ছিল ১০৬ রানে। দ্বিতীয় টেস্টে অজিদের একবারে লজ্জা দিয়ে ছেড়েছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে তারা খেলতে পেরেছে ৫০১টি বল! প্রথম ইনিংসে ৩৩.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় দলটি। দ্বিতীয় ইনিংসের অবস্থা একটু ‘ভালো’। ৫০ ওভার এক বলে ১৮৩। হেরাথ প্রথম ইনিংসে হ্যাট্রিকসহ নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট পেয়েছেন। আরেক দিক থেকে কাজের কাজ করেন ম্যাচসেরা দিলরুয়ান পেরেরা। ছয়জনকে ফিরিয়েছেন তিনি। প্রথম ইনিংসেও ফিরিয়েছিলেন চারজনকে। ক্যারিয়ারে এই প্রথমবার টেস্টে ১০ উইকেট নিলেন পেরেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও করেছিলেন ৬৪ রান। দ্বিতীয় ইনিংসে অজিদের মধ্যে সর্বোচ্চ স্কোর ডেভিড ওয়ার্নারের, ৩১ বলে ৪১। স্মিথ করতে পেরেছেন ৩০। আর কেউ ত্রিশের ঘরে যেতে পারেননি। শনিবার ৩ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ওয়ার্নারকে নিয়ে অধিনায়ক স্টিভেন স্মিথ রান তোলায় মন দেন। ৫ ওভারেই তোলেন ৩৫ রান। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ার পর ওয়ার্নারকে সাজঘরে ফেরান দিলরুয়ান পেরেরা। পেরেরার শিকার হন স্মিথও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সাকুল্যে করতে সক্ষম হয় ১৮৩ রান। তৃতীয় দিনের চা বিরতির আগেই অলআউট। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ২৮৩ রান। দ্বিতীয় ইনিংসে তারা থামে ২৩৭ রানে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়