Saturday, August 20

চমন সীমান্তে পাকিস্তানি পতাকা পুড়িয়েছে আফগানরা

চমন সীমান্তে পাকিস্তানি পতাকা পুড়িয়েছে আফগানরা
কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে ফ্রেন্ডশিপ গেট নামের সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছে আফগান বিক্ষোভকারীরা। দ্য ডনের খবরে বলা হয়, শুক্রবার বিকালের এ ঘটনার পর পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে।

এতে আফগানিস্তানে মোতায়েন নেটো সেনাদের রসদ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই সেনাদের জন্য পাঠানো রসদ পাকিস্তানের বন্দরগুলো হয়ে ট্রাকযোগ সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে যায়।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ১৯ অগাস্ট আফগানিস্তানের ৯৭তম স্বাধীনতা দিবস পালনের জন্য দেশটির কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী শহর স্পিন বোলডাক শহরে বড় একটি মিছিল বের করে আফগানরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফ্রেন্ডশিপ গেটের কাছে এসে জড়ো হয়ে পাকিস্তানবিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অনেকের হাতে পাকিস্তানবিরোধী বক্তব্য লেখা প্ল্যাকার্ড এবং ব্যানারও ছিল।

একপর্যায়ে তারা ফ্রেন্ডশিপ গেট লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করলে গেট ভবনের কাঁচের জানালা ভেঙে যায়।
এ সময় বেলুচিস্তান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানিদের একটি মিছিল সেখানে উপস্থিত হয়। পাকিস্তানিদের দেখে আফগানরা তাদের দিকে তেড়ে আসে। এ সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিবেচনায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

এ সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা এক পাকিস্তানির হাত থেকে পাকিস্তানের জাতীয় পতাকা কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় আফগান বিক্ষোভকারীরা। তারা গেট পেরিয়ে পাকিস্তানে প্রবেশেরও চেষ্টা করে, কিন্তু আফগানদের বিক্ষোভের সময়ই গেইটটি বন্ধ করে দেয়া হয়েছিল।

শুক্রবার ফ্রেন্ডশিপ গেইটটিতে মোতায়েন পাকিস্তানি কর্মকর্তা গেইটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন। শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া গেইট খোলা হবে না বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়