কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট থেকে শুরু হয়েছে হজের সরাসরি ফ্লাইট। বুধবার দুপুর ১২টায় ৪শ ১৯ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট ছেড়ে বলে জানা গেছে ।
সিলেট-জেদ্দা ৪টি ফ্লাইটের প্রথমটি যথাসময়ে হাজীদের নিয়ে সিলেট ছেড়েছে।
অবশ্য রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম থেকে কয়েক দিন আগেই হজ ফ্লাইট শুরু হয়েছে।
এ বছর সিলেট অঞ্চল থেকে ৩ হাজার হাজী হজব্রত পালন করতে যাচ্ছেন। তাদের পরিবহণের জন্য সিলেট-জেদ্দা ৪টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ফ্লাইট ৩০ আগস্ট রাত ০৯টা ৪৫ মিনিটে। ৩১ আগস্ট রাত ০৯টায় তৃতীয় এবং ০২ সেপ্টেম্বর রাত ০৯টা ৪৫ মিনিটে শেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে সিলেট ছাড়বে বলে জানিয়েছেন হাব সিলেট জোনের অর্থ সম্পাদক জুনায়েদ আলী।
এ ছাড়াও সিলেট থেকে ঢাকার সাথে কানেক্টিং ফ্লাইটেও হজ যাত্রী পরিবহণ চলছে।
সিলেটের বিভিন্ন ট্রাভেল এজেন্সি এখন নগরীর বিভিন্ন স্থানে হজের নানা আনুষ্ঠানিকতা বিশুদ্ধভাবে সম্পন্নের জন্য হাজিদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়