Saturday, August 20

ফ্রান্সের নিসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

ফ্রান্সের নিসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬
কানাইঘাট নিউজ ডেস্ক: ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি উঠিয়ে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের রাতে নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে হামলাটি চালানো হয়েছিল।

ফরাসি এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার রাতে ৮৩ জন নিহত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এতে নিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন হলো।

সবশেষ মারা যাওয়া আহতের নাম প্রকাশ করা হয়নি। তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে। ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ায় জন্ম নেয়া মোহামেদ ল্যউইজ বুলেল হামলাটি চালিয়েছিল। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়