Monday, August 8

'চীন থেকে আনা পদ্মার স্টিলের কাঠামো এখন মাওয়ায়'

'চীন থেকে আনা পদ্মার স্টিলের কাঠামো এখন মাওয়ায়'
কানাইঘাট নিউজ ডেস্ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর কাঠামো হিসেবে স্টিলের যে স্ট্রাকচার বসানো হবে, তা মাওয়ায় চলে এসেছে চীন থেকে। এ কাঠামোর ওপর দিয়ে চলবে গাড়ি ও যানবাহন। ভেতর দিয়ে চলবে ট্রেন। এই স্টিলের কাঠামোগুলো জোড়া দিয়ে পিলারের ওপর স্থাপন শুরু হবে এ বছরের ডিসেম্বর থেকে। এ বছরের মধ্যেই দুটি পিলারে এ স্টিলের কাঠামো স্থাপন সম্পন্ন হবে।

সোমবার বিকেলে নিজের মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, প্রথমে স্টিলের কাঠামোগুলো চীনে তৈরি করা হয়েছে। এরপর মংলা বন্দর থেকে ছোট জাহাজে করে সেগুলো মাওয়ার নির্মাণ মাঠে আনা হয়েছে। এগুলো আজই এসে পৌঁছেছে।

পদ্মা সেতুর একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব হচ্ছে ১৫০ মিটার। দুই পিলারের মাঝখানের ফাঁকা জায়গায় স্প্যানের সংখ্যা ৪১টি। মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার।

ওবায়দুল কাদের জানান, এ পর্যন্ত ২৬টি পিলারের পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৩৭ শতাংশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়