Friday, August 19

আকাশে উড়লাে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ (ভিডিও)


কানাইঘাট নিউজ ডেস্ক: অবশেষে আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ 'এয়ারল্যান্ডার-১০'। বুধবার যুক্তরাজ্যের কার্ডিংটন শহর থেকে চারদিনের যাত্রা শুরু করেছে এটি। ৮৫ বছরের চেষ্টার পর এ সাফল্য পেল ব্রিটেন। এর আগে ১৯৩০ সালের অক্টোবরে আর-১০১ উড্ডয়নের চেষ্টা করেছিল। তবে সে যাত্রায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পৌঁছার পর সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় নিহত হন অন্তত ৪৮ যাত্রী। এরপর দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ মিটার দীর্ঘ এয়ারল্যান্ডার-১০ তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) কর্তৃপক্ষ। ১৩ লাখ ঘনফুট হিলিয়ামে ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে এটি। যাত্রী ছাড়া দুই সপ্তাহ এবং যাত্রীসহ পাঁচদিন আকাশে উড়তে পারবে এ যান। ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে এয়ারল্যান্ডার-১০। এইচএভি বলছে, মানবিক ত্রাণ বিতরণ, যোগাযোগ ও নজরদারির জন্যও ব্যবহার করা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়