Thursday, August 18

সিলেটে মোটরসাইকেলে ধাওয়া করে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার এমসি কলেজ গোপালটিলা এলাকায়। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা রামদা এবং পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৬ লাখ টকা নিয়ে পালিয়ে গেছে। র‌্যাব সদস্যরা গাড়ী নিয়ে ধাওয়া করলেও তাদের ধরতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবুতাহের (৩৫)। তিনি খাদিমপাড়া নিপোবন আবাসীক এলাকার বাসিন্দা। আবুতাহের জানান, দুপুরে তিনি তার এক বন্ধুকে নিয়ে ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মোটর সাইকেলে করে জেলরোডের উদ্দ্যেশ্যে রওয়ানা হন। এমসি কলেজের পশ্চিমে গোপালটিলা এলাকায় আসার পর দুটি মোটর সাইকেলে করে ৬ জন ছিনতাইকারী তাদের মোটর সাইকেলকে ধাওয়া করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের সামনে চলে এলে তারা গাড়ী থামাতে বাধ্য হন। এ সময় ছিনতাইকারীরা রামদা ও পিস্তল ঠেকিয়ে টাকার থলে নিয়ে বালুচরের দিকে রওয়ানা হয়। র‌্যাবের টহল গাড়ী দেখে আবু তাহের ঘটনাটি জানালে তারা গাড়ী নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। তবে কোন লাভ হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামালাদায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়