শরীয়তপুর: শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সামাদ মাদবর (৩৭) নামে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজেদুল ইসলাম ও ফজলুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের শৌলা গ্রামের আফসার মাদবরের ছেলে সামাদ মাদবরকে গত ২১জুলাই মাদক মামলায় কারাগারে পাঠান আদালত। বুধবার শুনানির ধার্য তারিখে তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত চলাকালীন সময়ে কাঠগড়া থেকে সামাদ মাদবর পালিয়ে যান।
কোর্ট পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, বুধবার কোর্ট চলাকালীন সময়ে অন্যান্য আসামিদের সঙ্গে সামাদ মাদবরকে হাজিরা দিতে আনা হলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় হাজত ইনচার্জ বশির উদ্দিন বাদী হয়ে সামাদ মাদবরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়ীত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়